পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কি করবেন / What to do if mobile is lost or stolen in any place of West Bengal

প্রথমেই বলে রাখি, যারা মনে করেন মোবাইল হারিয়ে গেলে আর
ফিরে পাওয়া যায় না, কিন্তু  তারা একবার কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে
ঘুরে আসুন। হারানো ফোন ফিরে পাওয়া সংক্রান্ত ছবিসহ অনেক পোস্ট পেয়ে যাবেন।
তবে ফোন হারিয়ে গেলে শুধুমাত্র লোকাল পুলিশস্টেশনে ডায়েরি করে সিম ব্লক করে
দিয়েই যদি আপনি থেমে যান, তাহলে আপনার হারানো ফোন ফিরে পাবার সম্ভাবনা
প্রায় নেই বললেই চলে। কিন্তু এরপর যদি আপনি সঠিক জায়গায় অভিযোগ জানান,
তাহলে আপনার হারানো ফোন ফিরে পাবার সুযোগ অনেকটাই বেড়ে যাবে।

হারানো
ফোনের ব্যাপারে অভিযোগ জানাতে গেলে IMEI no উল্লেখ করতেই হবে। প্রতিটি
ফোনের প্রতিটি SIM slot এর unique IMEI no থাকে। এই IMEI no এর ভিত্তিতেই
হারানো ফোন Track করা সম্ভব। এমনকি যদি ফোনের SIM বদলে দেওয়াও হয়, তাহলেও
IMEI no এর ভিত্তিতে ফোনের Location track করা যাবে। 

ফোন
থেকে *#06# dial করলেই IMEI no screen এ দেখা যাবে। তবে হারিয়ে যাওয়া
ফোনের ক্ষেত্রে তো সে উপায় নেই, তাই IMEI no আগে থেকে জানা থাকলে ভালো,
নয়তো  ফোনের Purchase bill বা বাক্সের গায়েও IMEI no লেখা থাকে। এছাড়া
Android এর ক্ষেত্রে Android Device Manager এবং iPhone এর ক্ষেত্রে iCloud
এ log in করেও IMEI no জানা যায়।

কলকাতায় ফোন হারালে বা চুরি হয়ে গেলে কিভাবে অভিযোগ জানাবেন:

  1. Purchase invoice ও IMEI no সহ লোকাল থানায় জেনারেল ডায়েরি (GD) করুন।
  2. ডায়েরির কপি ও উপরোক্ত তথ্যসহ লালবাজার পুলিশস্টেশনে যোগাযোগ করুন বা 
  3. ডায়েরির কপি ও উপরোক্ত তথ্যসহ Deputy Commissioner of Police (Special) Detective Department এ মেল করুন dcddspl@kolkatapolice.gov.in এ। 
  4. Bondhu Kolkata Police Citizen এই app এর মাধ্যমে অনলাইনেই জেনারেল ডায়েরি (e GD) করা যাবে।
See also  Download Automated Income Tax Master of Form 16 Part B for F.Y. 2019-20 With Income Tax Rules for FY 2019-20: Impact on your Financial Planning

কলকাতা ছাড়া অন্য কোনো জেলায় ফোন হারালে বা চুরি হয়ে কিভাবে অভিযোগ জানাবেন:: 

হারানো ফোন উদ্ধার সম্পর্কিত বিষয়ে আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:



[ad_2]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
Advantages of local domestic helper. Efsane v : 2 cabin 15 pax motor yacht charter antalya. Once you are convicted or accept responsibility, the ticket will automatically appear on your driving record.